বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিক খাতকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখতে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে। তিনি বলেন, এ সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে গভর্নর এসব কথা জানান।
অন্যদিকে, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি অন্তর্বর্তী সরকারের ইতিবাচক মূল্যায়ন করে জানায়, রিজার্ভ পতন রোধসহ ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মূল্যস্ফীতি এখনও উচ্চমানের হওয়ায় সাধারণ মানুষের স্বস্তির জন্য আরো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।