ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি প্রায় তিন মাস অস্ট্রেলিয়ায় অবসর কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। ফিরেই নতুন সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বর্তমানে ববি শুটিং করছেন ‘তছনছ’ নামের একটি সিনেমায়, যা পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এখানে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি—একটি সহজ-সরল তরুণীর চরিত্র, অন্যটি প্রতিবাদী নারীর। বিষয়টি নিয়ে ববি বেশ উচ্ছ্বসিত এবং এর জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছেন।
অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন থাকার কারণে ভক্তদের মধ্যে গুঞ্জন উঠেছিল, তিনি কি স্থায়ীভাবে সেখানেই থাকবেন? এ প্রসঙ্গে ববি জানান, পরিবার চাইলে ও স্থায়ী হওয়ার প্রস্তাব থাকলেও তার নিজের কখনো দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা হয়নি। তিনি বলেন, “দেশের মাটি আমার সবসময় টানে। এখানেই আমার কাজ, এখানেই আমার স্বপ্ন।”
দেশে ফিরেই ববি নতুন মিশনে নেমেছেন। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। তিনি জানিয়েছেন, নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে নতুন একটি সিনেমা নিয়ে কথা চলছে, ব্যাটে-বলে মিললে শিগগিরই চুক্তি চূড়ান্ত হবে। পাশাপাশি আরও দুটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। হাতে রয়েছে ‘দিওয়ানা’ নামের একটি সিনেমাও।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে ববি শেষ করেছেন কে এ নিলয়ের ‘বউ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ নামের দুটি সিনেমার শুটিং। ববি বলেন, “শিল্পীরা সিনেমার কাজ শেষ করার পর মুক্তির জন্য অপেক্ষা করেন। কারণ দর্শকদের দেখানোর জন্যই তো সিনেমা করা হয়। আমার দুটি সিনেমার গল্প ও চরিত্রই বৈচিত্র্যময়। দর্শকরা যেরকম দেখতে চান, সেভাবেই আমাকে পর্দায় পাবেন।”
গত বছর মুক্তি পাওয়া রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ুরাক্ষী’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল ববিকে। তবে সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। একইভাবে সৈকত নাসিরের ‘পাপ’ সিনেমাটিও ফ্লপের তালিকায় যুক্ত হয়েছে। একের পর এক ব্যর্থতা সত্ত্বেও ববি দমে যাননি। বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি এবং দর্শকদের মনে ফের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন।
এদিকে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। কারণ, একাধিক সিনেমার শিডিউল দেওয়ার কারণে ওয়েব সিরিজ বা ওটিটির জন্য সময় বের করা তার পক্ষে সম্ভব নয়।