বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো বর্তমান কমিটির সর্বশেষ বোর্ড সভা। সন্ধ্যার পর শুরু হওয়া এই সভা রাত ১০টার দিকে সমাপ্ত হয়।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের সামনে বোর্ডের আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রায় আট মাস ধরে মিডিয়া কমিটির দায়িত্ব পালন করা মিঠু বিদায়ী বক্তব্যে বলেন, “জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত দায়িত্ব পালন খুব উপভোগ করেছি। আজ আমাদের শেষ বোর্ড সভা। যদি কোথাও কোনো ভুল বা অসুবিধা হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন।”
তিনি ক্রিকট বোর্ডকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সভার আলোচ্য বিষয়গুলো উল্লেখ করে মিঠু জানান, “আজকের মিটিংয়ে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে: এক, আসন্ন নির্বাচন; দুই, বিপিএল আয়োজন; এবং তিন, বোর্ডের আর্থিক অবস্থা।”
বিসিবির অর্থনীতি নিয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “বর্তমান কমিটি প্রায় ১,৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছি। এখানে এফডিআর, নগদ অর্থ ব্যাংক বা হাতে থাকা টাকা—সবই অন্তর্ভুক্ত। এটি বোর্ডের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ।”
তিনি আরও যোগ করেন, “যদি আগামী নির্বাচন ও বিপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বিশ্বাসযোগ্য ও শক্তিশালী হবে।”