বিশ্বকাপের আগে ভারতের নারী ক্রিকেট দলের উপর এলো এক গুরুত্বপূর্ণ শাস্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ভারত দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হলো। দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে অস্ট্রেলিয়া ৪৩ রানের ব্যবধানে জয়ী হয়। ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বেথ মুনি ও স্মৃতি মান্ধানা।
ওভার রেটের দিক থেকে ভারত দুই ওভার পিছিয়ে ছিল। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী এই শাস্তি দেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করলে প্রতি ওভার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা দিতে হয়। ফলে ভারত দলকে মোট ১০ শতাংশ জরিমানা দেওয়া হলো।
ভারত অধিনায়ক হারমানপ্রিত কর এই অভিযোগ স্বীকার করেন এবং শাস্তি মেনে নেন। এজন্য আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। পরদিন ইন্দোরে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।