বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিতর্কিত পরিচিতি সম্পন্ন মাহফুজা আক্তার কিরন নতুন করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি ঢাকা জাতীয় স্টেডিয়ামে চীন-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে কিরন বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চে ওঠেন। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসের পাশে দাঁড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি করেছে।
এর আগে ১৩ মে ফিফার কংগ্রেসে যোগদানের অজুহাতে কিরন বাংলাদেশ ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
মাহফুজা কিরন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় একের পর এক বিতর্ক এবং অস্থিরতা সৃষ্টি করেছেন। ২০১৫ সালে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর কিরন মহিলা ফুটবলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি তার আয়-ব্যয়ের যাবতীয় হিসাব চেয়ে চিঠি প্রেরণ করেছে। বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ এবং প্রভাবশালী অবস্থান থাকা সত্ত্বেও কিরন ফেসবুকসহ গণমাধ্যমে বাজে মন্তব্যের জন্য ক্রীড়া সাংবাদিকদের বয়কটের মুখোমুখি হয়েছেন।
যুগান্তরের হাতে আসা তথ্য অনুযায়ী, কিরনের মালিকানাধীন মডুলাস বিজনেস কনসালটেন্সি লিমিটেড স্কুল ফুটবল, আন্তর্জাতিক ম্যাচ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং জেএফএ কাপসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকার কাজ করেছে বাফুফেতে।
মোটকথা, ক্রীড়াঙ্গনে কিরনের প্রভাব ও বিতর্ক এখনও সমানুপাতিক এবং তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা চলছেই।