বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ও ভোক্তা অধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতা আইন ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক অবহিতকরণ সভা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে দ্য ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান। সভাপতিত্ব করেন ফিকির সভাপতি জাভেদ আখতার। সভায় আরও উপস্থিত ছিলেন ফিকির পরিচালনা পর্ষদের সদস্য সুমিতাভা বসু, সদস্য কোম্পানির প্রতিনিধিরা এবং প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আহসান বলেন— “প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অপরিহার্য। এই আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে, ভোক্তার স্বার্থ রক্ষা পাবে এবং বিনিয়োগ বাড়বে। উদ্যোক্তারা উদ্ভাবনে উৎসাহিত হবেন, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে।”
সভাপতির বক্তব্যে জাভেদ আখতার উল্লেখ করেন— “বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২০০ শীর্ষস্থানীয় কোম্পানি ফিকির সদস্য। সবাই চায় ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতা বজায় থাকুক। তবে এও নিশ্চিত করতে হবে যে আইন ব্যবসার বিকাশে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে।”
ফিকির নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় প্রতিযোগিতা কমিশন ও ফিকির সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আইন বাস্তবায়ন ও সম্ভাব্য সংশোধন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
🔹 ফিকি সম্পর্কে
১৯৬৩ সালে যাত্রা শুরু করা ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন। বর্তমানে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২১০টি কোম্পানি ফিকির সদস্য, যারা দেশের ২১টি খাতে ব্যবসা করছে। ফিকির সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের মোট অভ্যন্তরীণ রাজস্ব আয়ের প্রায় ৩০% অবদান রাখছে এবং দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের (FDI) ৯০% এর বেশি প্রতিনিধিত্ব করছে।