জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি তিনি বিসিবি পরিচালক পদের জন্যও মনোনয়ন নিচ্ছেন।
যদিও আসিফ আকবর কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত, নব্বই দশকের শুরুতে তিনি ক্রিকেটার হিসেবেও খেলার মাঠে ছিলেন। ঢাকা প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন এবং স্কুলজীবন থেকেই কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ বলেন, “কুমিল্লার খেলাধুলার ঐতিহ্য একসময় দারুণ ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। কিন্তু ঢাকার এত কাছেও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লীগ হয় না, এটা ভাবা যায়?”
তিনি আরও উল্লেখ করেন, যদি বিসিবিতে নির্বাচিত হন, তার প্রধান লক্ষ্য হবে কুমিল্লার ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এছাড়া তিনি চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার ক্রিকেটেও সহায়তা করতে চান।
আসিফ জানান, তিনি নিজে কখনো কাউন্সিলর হওয়ার জন্য আগ্রহী ছিলেন না। তবে কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধে তিনি দায়িত্ব গ্রহণ করছেন। তিনি নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এছাড়া আসিফের বর্তমান ১৪টি আন্তর্জাতিক শো চলছে, যার মধ্যে দুইটি সম্পন্ন হয়েছে এবং বাকি ১২টি আরও বাকি। গান তার পেশা হওয়ায় তিনি নির্বাচনের সঙ্গে এটি সমন্বয় করছেন।
বিসিবির পরিচালক পদের মনোনয়নপত্র আজ বিতরণ করা হবে এবং আগামীকাল জমা দিতে হবে।