বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন শুরু করেছে বিশেষ অফার— ‘ডাবল ধামাকা’। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই গ্রাহকরা পাচ্ছেন নিশ্চিত উপহার। পাশাপাশি বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। শুধু তাই নয়, বিশেষ পুরস্কার হিসেবে প্রতি মাসে একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক জেতার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।
বুধবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন এ তথ্য জানায়। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে এই অফার ঘোষণা করা হয়। গ্রাহকরা চলতি বছরের শেষদিন পর্যন্ত ওয়ালটন প্লাজা, অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত ডিলার আউটলেট থেকে পণ্য কিনে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। তিনি বলেন— “ওয়ালটন শুধু বাংলাদেশের গর্বই নয়, বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার মতো স্মার্ট প্রযুক্তিপণ্য তৈরি করছে। ভবিষ্যতে ওয়ালটন দেশকে বিশ্বের বুকে প্রযুক্তির মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে।”
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান— “এর আগে আমরা এক্সক্লুসিভ অফার ও এক্সচেঞ্জ অফার দিয়েছিলাম, যা গ্রাহকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবার প্রথমবারের মতো ‘ডাবল ধামাকা অফার’ চালু করেছি। মানে হলো— ওয়ালটনের একটি পণ্য কিনলেই থাকছে নিশ্চিত উপহার বা আকর্ষণীয় ডিসকাউন্ট, আর ডাবল বোনাস হিসেবে রয়েছে প্রতি মাসে ইলেকট্রিক বাইক জেতার সুযোগ।”
প্রযুক্তি খাতে দেশীয় উৎপাদনের নেতৃত্বে থাকা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে ৪৪ ধরনের আইটি পণ্য তৈরি ও বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে— ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, পাওয়ার ব্যাংকসহ নানা প্রযুক্তিপণ্য। সম্প্রতি প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ডিভাইসের মাদারবোর্ড (PCBA) রপ্তানি শুরু করেছে, যা আন্তর্জাতিক বাজারে ‘Made in Bangladesh’ প্রযুক্তির শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে।