বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে যুক্তরাজ্য সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হাইকমিশনার বলেন, “আমরা চাই বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। এজন্য যুক্তরাজ্য নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত।” তিনি আরও জানান, তাদের সহায়তা মূলত পোলিং স্টাফ প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমের দিকে বেশি গুরুত্ব দেবে।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামনে রেখে ইসি ইতোমধ্যে প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।