বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত টেকনো পোভা ৫জি সিরিজ। রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনে এ সিরিজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, শোবিজ তারকা, ইনফ্লুয়েন্সার ও প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশকে ফাইভজি ও এআই নির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে টেকনো এবার তিনটি মডেল বাজারে এনেছে— পোভা ৭ প্রো ৫জি, পোভা স্লিম ৫জি ও পোভা কার্ভ ৫জি। “Born to be Unique” ট্যাগলাইনে প্রকাশিত এ সিরিজকে বলা হচ্ছে টেকনোর সবচেয়ে শক্তিশালী লাইনআপ।
ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন ও নোটিফিকেশন-ফ্রেন্ডলি স্ট্যাটাস লাইট
ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট ৫জি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন
৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ১.৫কে ডিসপ্লে (১৪৪ হার্জ)
কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রটেকশন
৬০০০ mAh ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
বক্সে ফ্রি ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক
সম্পূর্ণ এআই ফিচার প্যাকেজ: এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্টুডিও ইত্যাদি
বিশ্বের সবচেয়ে স্লিম ৩ডি-কার্ভড ৫জি ফোন (মাত্র ৫.৯৫ মিমি)
৫১৬০ mAh ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জ
২৪,৫৩২ বর্গমিমি কুলিং সিস্টেম
এয়ারস্পেস-গ্রেড ম্যাটেরিয়াল ও ফাইবারগ্লাস ব্যাক কভার
মুড লাইট ফিচার ও ৫০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ
ডায়মেনসিটি ৬৪০০ ৫জি+ প্রসেসর
মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স টেস্টেড
ফিউচারিস্টিক ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন
ডায়মেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন
৯০ FPS পাবজি গেমপ্লে সাপোর্ট
৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড FHD+ ১৪৪ হার্জ ডিসপ্লে
ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার
কর্নিং গরিলা গ্লাস ৭আই
১৬ জিবি র্যাম (৮+৮ জিবি এক্সটেন্ডেড), ২৫৬ জিবি স্টোরেজ
হাইওএস ১৫ স্পেশাল ওএস
IP64 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স
এনএফসি, আইআর রিমোট কন্ট্রোল
পোভা স্লিম ৫জি: ২৯,৯৯৯ টাকা
পোভা কার্ভ ৫জি: ৩২,৯৯৯ টাকা
পোভা ৭ প্রো ৫জি: ৩৪,৯৯৯ টাকা
বাংলাদেশের সকল টেকনো আউটলেটে ইতিমধ্যেই এই ফোনগুলো পাওয়া যাচ্ছে।