বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়ির বাইরে ভোররাতে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যাংস্টার বাহিনী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। পোস্টে লেখা হয়, “আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ দিশা পাটানি ও তার বড় বোন খুশবু পাটানির বাড়িতে গুলি চালানোর দায় নিচ্ছি। তারা আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ ও অনিরুদ্ধাচার্য) অপমান করেছেন। আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করেছেন। এটি কেবলমাত্র একটি ট্রেলার, পরবর্তী বার আর কাউকে জীবিত রাখা হবে না।”
ফেসবুক বার্তায় আরও হুঁশিয়ারি দেওয়া হয়, ভবিষ্যতে বলিউড ইন্ডাস্ট্রির যে কেউ যদি তাদের ধর্ম বা সাধুদের অপমান করেন, তবে তার পরিণতি ভয়াবহ হবে।
ঘটনার পর স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তল্লাশি চালিয়েছে। পুলিশ জানিয়েছে, গুলি চালনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ফেসবুক পোস্টের সত্যতা যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে এখনো পর্যন্ত দিশা পাটানি বা তার বোন খুশবু কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।